Feb 26, 2020
আজ ( ২৬ ফেব্রুয়ারি, ২০২০ বুধবার) শ্রীলংকা ভিত্তিক ডেভিড পিয়েরিস মটর কোম্পানি (প্রাইভেট) লিমিটেড [David Pieris Motor Company (Pvt) Limited] এর তিন সদ্যসের প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। তাঁরা বাংলাদেশের রানার মটস লিমিটড (Runner Motors Ltd) এর সাথে অটোমোবাইল খাতে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতকালে, প্রতিনিধিদল বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করেন। এসময়ে তাঁরা ট্যাক্স বেনিফিট, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস, রপ্তানি সহ বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। মতবিনিয়মকালে বিডা-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বে অর্থনীতিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ তারুণ্য শক্তির অমিত সম্ভাবনার দেশ, আমাদের রয়েছে বিশাল বাজার সেই সাথে শতভাগ রপ্তানির সুবিধা।
এসময়ে ডেভিড পিয়েরিস গ্রুপের চান্না রানাওয়াকা (Channa Ranawaka ) ও রামলি মোহাম্মদ (Ramli Mohamed) অটোমোবাইল খাত ছাড়াও তথ্য প্রযুক্তি, অধুনিক জৈব কৃষিসহ ফিন্সাসিয়াল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বিডার সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেক্ষিতে বিডা-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন পরিবেশ বান্ধব উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিনিয়োগকারীদের সর্বচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময়ই প্রস্তুত।
এসময়ে রানার গ্রুপ (Runner Group) এর কর্ডিনেটর মোঃ আমিনুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ড, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিডার উর্ধ্বত্মন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।