BIDA

Media Release

দক্ষিণ এশিয়ার WAIPA (ওয়াইপা) –এর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করলো বিডা

Mar 28, 2022

দক্ষিণ এশিয়ার WAIPA (ওয়াইপা) –এর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করলো বিডা

বাংলাদেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ  ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (ওয়াইপা)’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব  গ্রহণ করেছে।

আজ (২৮ মার্চ, সোমবার, ২০২২) সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (ওয়াইপা)’র স্টিয়ারিং কমিটি একটি হাইব্রিড বৈঠকে বিডা কে ২০২১-২০২৩ মেয়াদের জন্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব প্রদানের সিধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য যে, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (ওয়াইপা) জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভলপমেন্ট আইন দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যা ১৯৯৫ প্রতিষ্ঠিত হয়। ওয়াইপা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিগুলোর (আইপিএ) একটি ফোরাম হিসাবে কাজ করে, যা সদস্য দেশগুলোর মধ্যে নেটওয়ার্কিং তৈরি, বিনিয়োগ আকর্ষণ, বহির্মুখি বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা ও তথ্য আদান প্রদান করে থাকে।

বিডা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ও ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মিজ মোহসিনা ইয়াসমিন, বিডা কর্তৃক ওয়াইপা এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করে স্টিয়ারিং কমিটিকে বলেন, বাংলাদেশের উচ্চ-প্রবৃদ্ধির অর্থনীতির দেশ হিসাবে নিজেকে প্রমাণ করেছে ও কৌশলগত খাতে বিনিয়োগের বিভিন্ন সুযোগ তৈরি করছে, এমনকি বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে আবির্ভুত হবে। তিনি আরো বলেন, “ বিডা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালনের ক্ষেত্রে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা অর্জনের দিকে মনোনিবেশ করবে, বিশেষ করে সদস্য দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। এছাড়াও বিডা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শক্তিশালী এবং কাঠামোগত নেটওয়ার্কিং স্থাপন ও প্রাইভেট সেক্টরগুলির মধ্যে সংযোগ তৈরির কাজ করে যাবে।

এসময়ে  তিনি স্টিয়ারিং কমিটির একজন সক্রিয় সদস্য হওয়ার বিডা’র পক্ষ থেকে WAIPA-এর কার্যক্রমকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।  উল্লেখ যে, এই নিয়োগের  মাধ্যমে, বিডা’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ওয়াইপা’র স্টিয়ারিং কমিটির সদস্য হয়েছেন।      

Recent News