BIDA

Media Release

ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটে প্রাপ্ত ২৪টি সুপারিশ নিয়ে বিডার কর্মশালা

Feb 28, 2022

ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটে প্রাপ্ত ২৪টি সুপারিশ নিয়ে বিডার কর্মশালা

গত ২৮ ও ২৯ নভেম্বর ২০২১ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক আয়োজিত “INTERNATIONAL INVESTMENT SUMMIT 2021”-প্রাপ্ত বিনিয়োগ ঘোষণাগুলোর বাস্তবায়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রাপ্ত  সুপারিশসমূহ পর্যালোচনাপূর্বক বাস্তবায়নের নিমিত্তে আজ হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ “POST-EVENT WORKSHOP”  আয়োজন করা হয়।

কর্মশালায় মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যতম বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সম্মানিত অতিথি হিসাবে জনাব নাসের এজাজ বিজয়, সভাপতি, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) ও জনাব জসিম উদ্দিন, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), মিজ নুজহাত আনোয়ার, ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান ও নেপাল), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং মিজ জুডিথ হারবার্টসন, ডেভেপমেন্ট ডিরেক্টর, এফসিডিও বাংলাদেশ, উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতেই বিডার নির্বাহী সদস্য ও INTERNATIONAL INVESTMENT SUMMIT 2021 এর আহ্বায়ক মিজ মোহসিনা ইয়াসমিন স্বাগত্ বক্তব্য প্রদান করেন। কর্মশালায় বিডা’র বিডার ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট উইং এর পরিচালক মোঃ আরিফুল ইসলাম keynote উপস্থাপন করেন। তিনি “INTERNATIONAL INVESTMENT SUMMIT 2021” মাধ্যমে প্রাপ্ত ২৪টি বিনিয়োগ পরিবেশ সংক্রান্ত সংস্কার সুপারিশমালা এবং সেগুলো বাস্তবায়নে বিডার পরিকল্পনাসমূহ তুলে ধরেন। একই সাথে ভারত, চীন, জাপান, সৌদি আরব ও যুক্তরাজ্য সরকারের শীর্ষ প্রতিনিধিদের বিনিয়োগ সহযোগিতার প্রতিশ্রুতি এবং সুনির্দিষ্ট গন্তব্য হতে বিদেশী বিনিয়োগ আকর্ষণে বিডার পদক্ষেপ ও পরিকল্পনা সম্বন্ধে সকলকে অবহত করেন তিনি। কর্মশালায় সেক্টর ও প্রতিষ্ঠান উল্লেখসহ সামিটের মাধ্যমে প্রাপ্ত ৩ বিলিয়ন মার্কিন ডলারের অধিক মূল্যের বিনিয়োগ চুক্তি, সমঝোতা স্মারক এবং ঘোষণা পত্র তুলে ধরা হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম মহোদয় ভার্চুয়ালি (অসুস্থ থাকায়) কর্মশলায় যোগদান করেন ।

কর্মশালায় অবকাঠামো উন্নয়নসহ মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ সহায়তা নীতিসহ দেশি বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরা হয়।

INTERNATIONAL INVESTMENT SUMMIT 2021-এ ১১ টি সমৃদ্ধশালী সেক্টর যেমন তৈরি পোশাক ও বস্ত্র, বৈদ্যুতিক, ইলেকট্রনিক্স উৎপাদন, প্লাস্টিক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ব্যবসা, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস, পুঁজিবাজার, আর্থিক পরিষেবা, পরিবহন ও লজিস্টিকস, পাওয়ার অ্যান্ড এনার্জি, চতুর্থ শিল্প বিপ্লব ও ব্লু ইকোনমিতে সুনির্দিষ্ট বিনিয়োগ সম্ভাবনাসমূহ তুলে ধরা হয়। সেশন চলাকালে বিশেষজ্ঞ অংশগ্রহণকারীরা বিনিয়োগ বিকাশে জরুরী পরামর্শ প্রদান করেন যার ভিত্তিতে ২৪টি সংস্কারমূলক সুপারিশ প্রস্তুত করে বিডা। অবকাঠামো, আর্থিক খাত এবং পুঁজিবাজার, সেবা, ম্যানুফ্যাকচারিং খাতের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট এই সুপারিশমালা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিডার।

অবকাঠামো
১। বিদ্যুৎ সঞ্চালনে বেসরকারী খাতের অনুমোদন সংক্রান্ত নীতি তৈরি করণ।
২। লজিস্টিক খরচ কমাতে জাতীয় লজিস্টিক কৌশল প্রণয়ন এবং বিদেশী বিনিয়োগকারীদের ইক্যুইটি ক্যাপ পুনর্বিবেচনা করণ।
৩। পরিবহন খাতকে সরাসরি বিদেশী বিনিয়োগের জন্য উন্মুক্তকরণ।
৪। বন্দর তদারকি ও পরিচালনায় প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ এবং FDI এর জন্য বন্দর উন্নয়নসহ উন্মুক্তকরণ, বন্দরের জন্য ল্যান্ডলর্ড মডেল গ্রহণ এবং দ্রুত পরিচালনার জন্য আইটি সিস্টেম একীভূতকরণ।
৫। বিদেশী মালিকানার বিধিনিষেধ শিথিল করে আন্তর্জাতিক লজিস্টিক বিনিয়োগকারীদের জন্য প্রবেশের বাধা দূরকরণ, সরবরাহ এবং গুদামজাতকরণের জন্য উন্নত মোবাইল নেটওয়ার্ক ভিত্তিক ডিজিটাল ট্রাকিং চালুকরণ ও গুনগতমান উন্নত করা প্রয়োজন।
৬। জাতীয় পারফরম্যান্স স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতিযোগিতামূলক স্থায়ী সবুজ অর্থনৈতিক অঞ্চলের নির্দেশিকা তৈরি এবং প্রয়োগ নিশ্চিত করণ।
৭। উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে অধিক পরিমাণ এফডিআই আকৃষ্ট করতে আন্তর্জাতিক সর্বোত্তম সুযোগ সুবিধা সম্বলিত পিপিপি কাঠামোকে আধুনিকীকরণ।

আর্থিক খাত এবং পুঁজিবাজার
৮। নন-পারফর্মিং লোন (NPL) রেজোলিউশন এবং NPL বাজার সৃষ্টির জন্য পর্যাপ্ত নীতিগত ব্যবস্থা গ্রহণ।
৯। শিল্প অর্থায়নের চাহিদা মেটাতে বিদেশি বাণিজ্যিক ঋণ গ্রহণকে উৎসাহিত করতে বৈদেশিক মুদ্রার ব্যবস্থাকে আরও উদারীকরণ নীতি গ্রহণ ।
১০। ব্যবসায়িক পুনর্গঠন এবং কোভিড-১৯ পরবর্তী পুনরুদ্ধারের জন্য দেউলিয়া আইনকে অধুনিকরণ।
১১। SME-খাতে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিতকরণ এবং সুরক্ষিত বিল প্রণয়নকরণ।
১২. ব্যাসেল III এবং IFRS-9 মেনে চলার জন্য বিদেশী বিনিয়োগকারীদের ব্যাংকিং এবং বীমা পরিষেবা এবং আর্থিক প্রতিবেদন এবং তত্ত্বাবধানে বিনিয়োগ করার অনুমতি দেওয়ার জন্য আর্থিক খাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করতে হবে।
১৩. নতুন নতুন আর্থিক উপকরণ প্রবর্তনের জন্য এবং বন্ড বাজারের আকর্ষণ নিশ্চিত করার জন্য সক্ষমতা বৃদ্ধিকরণ।
১৪. ঋণ এবং ইক্যুইটি বিনিয়োগ আকর্ষণ করার জন্য পুঁজিবাজারের আধুনিকীকরণ এবং বিনিয়োগগকারীদের সুরক্ষার জন্য প্রবিধান ও নির্দেশিকা তৈর করণ।
১৫. জাতীয় টেকসই (লেবেলযুক্ত) বন্ড এর গাইডালাইন পপ্রণয়ন , বিকাশ এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে।
১৬। ইসলামী ব্যাংকিং সেবা এর জন্য প্রবিধান এবং নির্দেশিকা তৈরি করণ।

সেবা
১৭। আইটি সেক্টরে এফডিআই আকৃষ্ট করার জন্য নির্দেশিকা ও নিয়ন্ত্রক কাঠামো তৈরি করতে হবে এবং ফ্রিল্যান্সিংকে উৎসাহিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ।
১৮. আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলিকে বাংলাদেশে তাদের কার্যক্রম খোলার অনুমতি দেওয়ার জন্য শিক্ষা আইন পুনর্বিবেচনা করণ।

ম্যানুফ্যাকচারিং
১৯. উৎপাদন খাতে অন্তর্জাতিক পরিবেশ ও সামাজিক মানদণ্ড গ্রহণ করতে হবে।
২০. উচ্চ সম্ভাবনাময় রপ্তানি পণ্যের জন্য ট্যারিফ এবং প্যারা ট্যারিফ (হ্রাস) যুক্তিযুক্ত করণ।
২২. আন্তর্জাতিক মান পূরণের জন্য খাদ্য নিরাপত্তা এবং খাদ্যের গুণমানের মান নিশ্চিত করতে হবে।

সাধারণ
২২. সকল ওয়ান-স্টপ সার্ভিসকে একত্রিত করে এবং ব্যবসা-সম্পর্কিত পরিষেবাগুলিকে একীভূত করে একটি একক ওয়ান স্টপ শপ তৈরি করতে হবে।
২৩. সকল সরকার-টু-ব্যবসা পরিষেবা এবং প্রবিধানগুলির জন্য স্বচ্ছতা এবং পদ্ধতিগত স্পষ্টতা নিশ্চিতকরণ।
২৪। উদ্ভাবনী ব্যবসাকে সব ধরনের সহযোগিতা করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছাড়াও আজকের কর্মশালায়, অধিক হারে বিনিয়োগ বিকাশের লক্ষ্যে নিয়মিত দ্বিবার্ষিকভাবে আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন আয়োজন , সম্মেলনের জন্য কার্যকারী তহবিল গঠন, বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্রেগুলো চিহ্নিতকরণ এবং তাঁর ভিত্তিয়ে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা, ব্যবসায়ীক চুক্তি-সমঝোতা স্মারক এবং বিনিয়োগ ঘোষণার সময় পরিশ্রুতির সুরক্ষিত করার ব্যাপারে আলোচনা করা হয়।
আজকের কর্মশালায় দেশি বিদেশি বিনিয়োগকারী, ব্যবাসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, বিদেশি শীর্ষ বিনিয়োগকারীগণ, বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent News