BIDA

Media Release

বিডা’র অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হলো আরো ৫টি নতুন সেবা

Dec 12, 2021

বিডা’র অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হলো আরো ৫টি নতুন সেবা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) এর অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন ভাবে যুক্ত হলো আরো পাঁচটি সেবা। আজ বিডার সম্মেলন কক্ষে , বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে সেবাসমূহগুলো আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্ত্যবে, মহান বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে মোঃ সিরাজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে দ্রুতই দেশের উন্নয়ন হচ্ছে। তাই দেশের উন্নয়নের লক্ষ্যে দ্রুত সেবা গ্রহণের লক্ষ্যে পাবলিক ও প্রাইভেট সেক্টর উভয়েরই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এবং সহজে স্বল্প খরচে দ্রুত বিনিয়োগ সেবা নেওয়ার জন্য এক (সিংগেল) প্লটাফর্ম ব্যাবহার করতে হবে। এ সময়ে তিনি আরো বলেন, বিনিয়োগকারীদের সর্বচ্চো বিনিয়োগ সেবার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা, আমরা ইতোমধ্যে ১৬ টি প্রতিষ্ঠানের ৫১ সেবা দিয়ে আসছিলাম আজ আরো ৫ টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে বিডা ওএসএস সার্ভিস পোর্টালে ১৮ টি সংস্থার ৫৬টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে। আমরা প্রতিদিন গড়ে ওএসএস এর মাধ্যমে ১০০ এর বেশি বিনিয়োগকারীদের সেবাপ্রদান করে আসছি, যা দিন দিন দ্রুতগতিতে বাড়ছে। এসময়ে তিনি আরো বলেন, ২০১৯ সালে বিডা ওএসএস পোর্টালে মাত্র দুইটি সেবা ছিল, কোভিট -১৯ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেয় এই দুই বছরে আমরা ওএসএস পোর্টালে ৫৬ টি বিনিয়োগ সেবা সংযুক্ত করতে পেরেছি, আমাদের এ সেবা প্রতিদিন চব্বিশ ঘন্টা চলমান। এসময়ে তিনি বিনিয়োগকারীদের বিডা ওএসএস থেকে সার্ভিস নেওয়ার জন্য এবং অন্যদেরকেও উদ্ভুত্ত করার আহ্বান জানান ।

আজ যে নতুন পাঁচটি সেবা যুক্ত হলো তার মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ০১ টি (৩য় এডহক আইআরসি-র সুপারিশ প্রদান) জাতীয় রাজস্ব বোর্ড ০১ টি (বিদেশি নাগরিকদের আয়কর সনদ প্রদান), আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর ০১ টি (রপ্তানি নিবন্ধন সনদ প্রদান), চট্টগ্রাম সিটি কর্পোরেশন ০১ টি (ট্রেড লাইসেন্স প্রদান), ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ০১ টি (কান্ট্রি অব অরিজিন প্রদান) এখন থেকে বিনিয়োগকারীরা বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে এ সেবাসমূহ প্রাপ্ত হবেন। অনুষ্ঠানে শুরুতেই বিডার সহকারী পরিচালক আবু জার গিফারী তমাল এর সঞ্চালনায় , বিডার নির্বাহী সদস্য জনাব অভিজিৎ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন, এ সময়ে বিডার পরিচালক জনাব জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস হালনাগাদ চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে শেখ রফিকুল ইসলাম পিএএ, প্রধান নিয়ন্ত্রক আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, জনাব বজলুল হক বিশ্বাস, পরিচালক বিজনেস অটোমেশন লি: জনাব মিয়া রহমত আলী, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এন কে এ মবিন, এফসিএস, এফসিএ ঊর্ধ্বতন সহ-সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), প্রমুখ বক্তব্য রাখানে। অনুষ্ঠানের শেষে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়।

Recent News