BIDA

Media Release

সব সময় বিনিয়োগকারীদের থাকবে বিডা

Sep 01, 2022

সব সময় বিনিয়োগকারীদের থাকবে বিডা

আজ ০১ লা সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিট দ্যা ইনভেস্টরস অনুষ্ঠানে সভাপতির বক্ত্যবে একথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম।

৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিডা মোবাইলে ক্ষুদে বার্তা “গড়তে উন্নত দেশ, চাই বিনিয়োগ বান্ধব বাংলাদেশ “ প্রেরণসহ, দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে, তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় ৬.০০ টায় বিডার মাল্টি পারপাস হলে “মিট দ্যা ইনভেস্টরস” অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং প্রধান অতিথির হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান, এমপি মহোদয় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই বিডার পরিচালক আরিফুল হক ‘BIDA as catalyst of Bangladesh Investment Ecosystem : Achievements and Challenges’ শীর্ষক ভিজুয়াল প্রেজেন্টেশনে বিডা’র ছয় বছরের অর্জন তুলে ধরেন।

এসময়ে বিডা’র মহাপরিচালক জনাব শাহ্ মোহাম্মদ মাহবুবের মডারেশনে , আবদুল মাতলুব আহমেদ, চেয়ারম্যান, নীলয় নিটল গ্রুপ, নিহাদ কবির, পরিচালক, এমসিসিআই এবং মি. Ercument Polat এর অংশগ্রহণে “Private Sector’s Perception on BIDA’s Role in Facilitating Investment in Bangladesh “ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে BIDA Communications Strategy এবং BIDA IRMS (Investor Relation Management System) এর শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস মহোদয় ছয় বছর পূর্তি উপলক্ষ্যে বিডার সকল কর্মকর্তা - কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,বলেন, গত দুই বছর কোভটি চলাকালীন সময়েও বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবা দিয়ে এসেছে বিডা, যার ফলে দেশে বিনিয়োগের ধারা অব্যাহত রয়েছে। এসময়ে তিনি আরো বলেন আমাদের মনে রাখতে হবে দেশীয় বিনিয়োগকারীরা যত বেশি সফল হবেন তত বেশি বিদেশী বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন, এবং তত বেশি যৌথ বিনিয়োগের পরিমান বৃদ্ধি পাবে। তাই শুধু বিদেশি বিনিয়োগকারীদের নয় আমাদের দেশীয় বিনিয়োগকারীদেরও সমপরিমাণ বিনিয়োগ সেবা প্রদান করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান, এমপি বলেন, এখন আমাদের অর্থনৈতি বিনিয়োগের উপরে নির্ভর করে, দেশের উন্নয়নের জন্য দেশি বিদেশি উভয় বিনিয়োগই প্রয়োজন। বিডা, মুলত দুইটা কাজ, এক প্রোমোট ইনভেস্টমেন্ট দুই বিনিয়োগকারীদের সেবা প্রদান করা। এবং দুটি জাগাতেই বিডা সফলাতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এময়ে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ বান্ধব নীতির কারনে গত ১৪ বছরে দেশের অর্থনৈতিক চিত্র পুরোপুরি পালটে গেছে। প্রাইভেট সেক্টরের বিনিয়োগ এখন ৮০% এর উপরে। বিডা তার যাত্রাকালে গতছয় বছরে অনলাইন বিনিয়োগসেবা চালু করেছে, যার ফলে বিনিয়োগকারীরা ধীরে ধীরে অন লাইন সেবা নেওয়া শুরু করেছেন, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফলেই সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম সকলকে বিডার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ বিডা'র প্রতিষ্ঠা বার্ষিকী সাথে সাথে আমারও বিডায় শেষ কর্ম দিবস। এসময়ে তিনি বলেন, বিডা প্রাইভেট সেক্টিরের বিনিয়োগ নিয়ে কাজ করে। বিডায় আমার কর্মকালীন সময়ে, আমারা শুধু বিদেশী বিনিয়োগ নিয়েই কাজ করে নাই, সমান গুরুত্ব দিয়ে, বিনিয়োগ সেবা দিয়ে, দেশি বিনিয়োগকারীদের সাথে থেকেছি। আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা মাস গেলেই তাদের বেতন পাই কিন্তু একজন বিনিয়োগকারীকে সব সময় তার ব্যাবসা নিয়ে চিন্তা করতে হয়। তাই আমাদের বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিতে হবে।

তিনি আরো বলেন, আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাস করে, আমাদের কাছে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তি কে? তাহলে আমরা বলব প্রাইভেট ইনভেস্টরস, যাদের সাফল্যের উপরে দেশের উন্নয়ন নির্ভর করে। এসময়ে তিনি সর্বোচ্চ বিনিয়োগ সেবা দেয়ার জন্য বিডা, বেজা, হাইটেক পার্ক, বেপজার পৃথক ওএসএস না রেখে, সকল আইপিএ (Investment Promotion Agency) দের জন্য একটি মাত্র ওএসএস প্রতিষ্ঠার কথা বলেন, যাতে বিনিয়োগকারীরা যাবতীয় আইপিএর বিনিয়োগ সেবা একটি প্লাটফর্ম থেকে নিতে পারেন।

এসময় তিনি পরবর্তী নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া কে পরিচয় করিয়ে দেন।

সমাপণী বক্ত্যবে বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম আরো বলেন, আমাদের আগামী প্রজন্মের উদ্যোক্তারা অনেক বেশি উদ্যোমী এবং তারা রিস্ক নিতেও ভয় পায় না, আমি তাদের বলতে চাই বিডা সব সময় আপনাদের সাথে ছিল আছে থাকবে। ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিট দ্যা ইনভেস্টরস অনুষ্ঠানে অন্যানের মধ্য বিডা'র পরবর্তী, নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন , আইএফসি কান্ট্রি (বাংলাদেশ, ভুটান, নেপাল) ম্যানেজার মার্টিন হোল্টম্যান, জনাব জসিম উদ্দিন, প্রসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়াররম্যান জনাব শেখ ইউসুফ হারুন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, নাসরীন আফরোজ, নির্বাহী চেয়ারম্যান, এনএসডিএ প্রমুখ বক্তব্য রাখেন। এসময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দেশি বিদেশি বিনিয়োগকারী, বিভিন্ন চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দসহ রাষ্ট্রীয় সকল Investment Promotion Agency এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent News