BIDA

Media Release

উন্নত বাংলাদেশ বিনির্মানে বিনিয়োগ সেবার মান আরো বৃদ্ধি করতে হবে

Sep 18, 2019

উন্নত বাংলাদেশ বিনির্মানে বিনিয়োগ সেবার মান  আরো বৃদ্ধি করতে হবে

উন্নত বাংলাদেশ বিনির্মানে বিনিয়োগ সেবার মান  আরো বৃদ্ধি করতে হবে , আজ ১৮ সেপ্টেম্বর, ২০১৯, বুধবার  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)  এর ৬০  তম  নির্বাহী পরিষদের  সভায় এ কথা বলেন,   প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলাম ।  

সভায় ৫৯ সভার কার্যবিবরণী পর্যালোচনা  এবং   সিদ্ধান্তগুলো  বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়, এছাড়াও রেমিটেন্স, রয়্যালটি, টেকনিক্যাল নো- হাউ, আদার টেকনিক্যাল ফি, প্রত্যাবাসন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।  সভার ২৩টি প্রস্তাব  উপস্থাপন ও আলোচনা করা হয়।  এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল  ইসলাম  বলেন, গত দশবছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে ব্যাপক উন্নয়ন হয়েছে বাংলাদেশের, এই ধারা অব্যাহত রাখতে আমাদের সকলকে এক সাথে কাজ করে যেতে হবে।  তিনি আরো বলেন , উন্নত বাংলাদেশ বিনির্মানে বিনিয়োগ সেবার  মান বৃদ্ধির কোন বিকল্প নেই ।   এসময় তিনি ওয়ান স্টপ সার্ভিস  (ওএসএস) সেবার মান আরো বৃদ্ধির উপরে জোর দেন,  যার মাধ্যমে মাধ্যমে বিনিয়োগ সেবা প্রত্যাশীরা অতি দ্রুত সেবা পাবেন।

উল্লেখ্য যে গত   ০৪ সেপ্টেম্বর, ২০১৯ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান পদে যোগদান করা পরে এটি তাঁর নেতৃত্বে প্রথম নির্বাহী পরিষদের  সভা । এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)  এর নির্বাহী পরিষদের সদস্যগণ ও উর্ধ্বনত্ব কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Recent News