Mar 12, 2020
আজ ১২ মার্চ, ২০২০, বৃহস্পতিবার (সময় বিকালঃ৩.০০) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফতুং হামফ্রেইস (Arunrung Phothong Humphreys) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতকালে দ্বিপাক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আশাবাদ ব্যাক্ত করেন।
আজ বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফতুং হামফ্রেইস বিডা -এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে মোঃ সিরাজুল ইসলাম বাংলাদেশের ক্রম উন্নয়নের চিত্র এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে বলেন, পরিবেশ বান্ধব উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসময়ে তিনি আরো বলেন অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে , যেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিকমিনিকেশনসহ সব ধরনের বিনিয়োগ সেব অতিদ্রুত দেওয়া সম্ভব।
এসময়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফতুং হামফ্রেইস বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। বিগত কয়েক বছরে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বালাদেশের এই উন্নয়নে বন্ধু হিসাবে পাশে থাকতে চায় থাইল্যান্ড। এসময়ে তিনি হেলথ কেয়ার, এনার্জি এবং কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ খাতে থাইল্যান্ডের ব্যাবসায়ীদের বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন।
এ সময় তাঁরা দ্বিপাক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে রোড এর আয়োজন এবং বাংলাদেশ-ভারত-মিয়ানমার-থাইল্যান্ড অর্থনৈতিক করিডর এর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।