BIDA

Media Release

বাংলাদেশে বিদ্যুৎ ও রেলওয়ে কানেক্টিভিটি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য

Nov 28, 2019

বাংলাদেশে বিদ্যুৎ ও রেলওয়ে কানেক্টিভিটি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশে বিদ্যুৎ ও রেলওয়ে কানেক্টিভিটি খাতে যৌথ বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য ভিত্তিক আই এম পাওয়ার (IM Power)  এবং  টেন ব্রোক কোম্পানি লিমিটেড (TenBroeke Co), আজ (২৮ নভেম্বর, ২০১৯ বৃহঃস্পতিবার ) যুক্তরাজ্য ভিত্তিক আই এম পাওয়ার কোম্পানির চেয়ারম্যান  গর্ডন জে. ডিকি (Gordon J Dickie) ও সিইও এলেনা বারানোভা (Elena Baranova) এবং টেন ব্রোক কোম্পানি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর  পল ই তোভদেল (paul E tweedale)  সহ পাঁচ সদ্যসের প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।  

সাক্ষাতকালে, প্রতিনিধিদল বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করে, পাওয়ার ট্রান্সমিশন টু রেলওয়ে কানেক্টিভিটি  এলএনজি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এসময়ে তাঁরা বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। 

মতবিনিয়মকালে বিডা-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল  ইসলাম বিদ্যুৎ উৎপাদন খাতে বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা  তুলে ধরে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বে অর্থনীতিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।  এসময়ে তিনি বাংলাদেশের রেল যোগাযোগ ও বন্দর ব্যাবস্থাপনার কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন ভবিষ্যতে উন্নত বাংলাদেশ বিনির্মানে  জন্য আমাদের আরো বেশি পরিবেশবান্ধব  বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে এবং পদ্মা সেতু চালুর পরে পায়রা বন্দর থেকে ঢাকা হয়ে কক্সবাজার পর্যন্ত রেল কানেক্টিভিটি তৈর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

এ সময় প্রতিনিধিদল যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বিডার সার্বিক সহযোগিতা কামনা করেন।   প্রেক্ষিতে বিডা-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল  ইসলাম বলেন  পরিবেশ বান্ধব উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিনিয়োগকারীদের সর্বচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময়ই  প্রস্তুত।

উল্লেখ্য যে, প্রতিনিধিদল ইতোমধ্য বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ  ও রেলপথ মন্ত্রণালয় সচিব জনাব মো: মোফাজ্জেল হোসেন এর সাথে সাক্ষাত করেছেন। এসময়ে ব্লু মাউন্ট ক্যাপিটাল এর পরিচালক মামুনুল এইচ চৌধুরী  ও বিডার পরিচালক শাহ মোঃ মাহবুব উপস্থিত ছিলেন।

Recent News