BIDA

Media Release

বিডার সাথে আরো চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলোঃ

Aug 23, 2020

বিডার সাথে আরো চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলোঃ

আজ রবিবার, ২৩ আগস্ট, ২০২০ খ্রিস্টাব্দ,  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ০৪টি সেবা প্রদানকারী সংস্থা যথা- (১) ভুমি মন্ত্রণালয়; (২) পরিবেশ অধিদপ্তর; (৩) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং (৪) ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব  মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে শোকের মাস আগস্ট স্মরণ করা হয়, এ সময়ে প্রধান অতিথির বক্ত্যবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব  মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন ওএসএস মাধ্যমে বিনয়োগে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রযুক্তির ব্যাবহারে করে অতিকম সময়য়ে কম খরচে দেশি বিদেশী বিনিয়োগকারীরা অন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবা পেতে পারেন।

এসময়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করে বলেন, “ আমাদের অধিকার আদায়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন নির্যাতিত হয়েছেন, জেলে কাটিয়েছেন, আগস্ট আমাদের জন্য কলংকের মাস, এ মাসেই আমরা স্বপরিবারে জাতির পিতাকে হারিয়েছি।  আমাদের অগ্রযাত্রাকে নষ্ট করতে  একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছিল ২০০৪ সালের ২১ আগস্টে। সেদিন মহান আল্লাহ্‌র অশেষ আশীর্বাদেই মাননীয় প্রধানমন্ত্রী প্রাণে বেঁচেছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছিলেন সেই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। এই সময়ে তিনি আরো বলেন, “ শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে,  প্রযুক্তিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ওএসএস এর মাধ্যমে একই প্লাটফর্ম থেকে বিনিয়োগকারীকে  আমাদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে আর সেই লক্ষেই কাজ করছে বিডা।“

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহা পরিচালক মোঃ ওহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন ও পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় ওএসএস বর্তমান তথ্য ও  ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করেন। এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে জনাব জয়নুল হাসান (সচিব,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়),  মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী (সচিব, ভূমি মন্ত্রণালয়) , মোঃ শাহিদ উল্লা খন্দকার (সচিব , গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়) এবং শামস মাহমুদ, (সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই))  প্রমুখ বক্তব্য রাখেন।

 

আলোচ্য ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর এর ভিত্তিতে অনলাইন কানেক্টিভিটি স্বাপেক্ষে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সর্বমোট ১৩টি সেবা প্রদান করা সম্ভব হবে।  তা হল

ক্রমিক নং            সংস্থা     সেবার সংখ্যা        প্রস্তাবিত সেবাসমূহ

১           ভূমি মন্ত্রণালয়        ৩টি        (ক) ই-মিউটেশন, (খ) ই-খতিয়ান, (গ) মিউটেড খতিয়ান

২          রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ       ৪টি        (ক) ভূমি ব্যবহার ছাড়পত্র, (খ) প্ল্যান অনুমোদন, (গ) বৃহৎ ও বিশেষায়িত প্রকল্পের ছাড়পত্র, (ঘ) দখলের সনদ

৩          পরিবেশ অধিদপ্তর   ৪টি        (ক) পরিবেশ অস্থানগত ছাড়পত্র প্রদান, (খ) পরিবেশগত ছাড়পত্র প্রদান, (গ) পরিবেশগত ছাড়পত্র নবায়ন, (ঘ) ইআইএ অনুমোদন

৪          ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ    ২টি        (ক) সার্টিফিকেট অব অরিজিন, (খ) মেম্বারশীপ সার্টিফিকেট

সর্বমোট ১৩ টি সেবা

 

 

বর্তমানে বিডা ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে  ০৭ টি সংস্থার ২১ টি সেবা প্রদান করছে

ক্রমিক নং            সংস্থার নাম          সেবার নাম

০১-০২।   যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর    নামের ছাড়পত্র;

কোম্পানী নিবন্ধন

০৩।       জাতীয় রাজস্ব বোর্ড ই-টিআইএন

৪-১৭।     বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ     প্রকল্প নিবন্ধন;

অফিস স্থাপনের অনুমতি (নতুন);

অফিস স্থাপনের অনুমতি (মেয়াদ বর্ধিতকরণ);

অফিস স্থাপনের অনুমতি (বাতিল);

অফিস স্থাপনের অনুমতি (সংশোধন);

ভিসা সুপারিশ (নতূন);

ভিসা সুপারিশ (সংশোধন);

ভিসা অন এরাইভাল (নতূন);

ভিসা অন এরাইভাল (সংশোধন);

কর্মানুমতি (নতুন);

কর্মানুমতি (মেয়াদ বর্ধিতকরণ);

কর্মানুমতি (সংশোধন);

কর্মানুমতি (বাতিল);

রেমিট্যান্স সার্ভিসেস (নুতন)

১৮।       সোনালী ব্যাংক লিঃ অনলাইন পেমেন্ট

১৯।        নির্বাচন কমিশন সচিবালয়     আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ

২০।       সুরক্ষা সেবা বিভাগ  বিদেশি নাগরিকদের অনুকূলে সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রদান

২১।        চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ         ভূমি ব্যবহারের ছাড়পত্র

 

 

এবং ইতোপূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রেক্ষিতে  আরো ২৮ টি সেবা অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রদান করার জন্য ইন্টিগ্রেশনের কার্যক্রম চলমান রয়েছেঃ

ক্রমিক নং            সংস্থার নাম          সেবার নাম

১-৫।      বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ     (১) নিবন্ধন পত্রের সংশোধনী প্রদান;

(২) ১ম এডহক শিল্প আইআরসি সুপারিশ প্রদান;

(৩) ২য় এডহক শিল্প আইআরসি সুপারিশ প্রদান;

(৪) ৩য় এডহক শিল্প আইআরসি সুপারিশ প্রদান;

(৫) নিয়মিত শিল্প আইআরসি সুপারিশ প্রদান।

৬-৯।      জাতীয় রাজস্ব বোর্ড (১) ই-ভ্যাট রেজিস্ট্রেশন;

(২) বিআইএন সার্টিফিকেট প্রদান;

(৩) বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স প্রদান;

(৪) আয়কর রিটার্ন দাখিল।

১০-১৫।   যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর     (১) বৈদেশিক কোম্পানি (ব্রাঞ্চ/লিয়াজোঁ/রিপ্রেজেন্টেটিভ অফিস) রেজিষ্ট্রেশন;

(২) পরিচালকমন্ডলীর তালিকা পরিবর্তন;

(৩) অনুমোদিত মূলধন বৃদ্ধিকরণ;

(৪) পরিশোধিত মূলধন বৃদ্ধিকরণ;

(৫) সার্টিফিকেট কপি ইস্যুকরণ;

(৬) রিটার্ন ফাইলিং।

১৬।       ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  ট্রেড লাইসেন্স প্রদান

১৭।        ঢাকা উত্তর সিটি কর্পোরেশন   ট্রেড লাইসেন্স প্রদান

১৮।       চট্টগ্রাম সিটি কর্পোরেশন       ট্রেড লাইসেন্স প্রদান

১৯।        সুরক্ষা সেবা বিভাগ  (১) বিদেশি কোম্পানি (ব্রাঞ্চ/লিয়াজোঁ/রিপ্রেজেন্টেটিভ অফিস) এর অনুকূলে সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রদান;

২০-২৩।  আমদানী ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তর            (১) আমদানি নিবন্ধন সনদ প্রদান;

(২) রপ্তানি নিবন্ধন সনদ প্রদান;

(৩) আমদানি নিবন্ধন সনদ নবায়ন;

(৪) রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন।

২৪-২৬।  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ         (১) প্ল্যান অনুমোদন;

(২) বৃহৎ ও বিশেষায়িত প্রকল্পের ছাড়পত্র;

(৩) দখলের সনদ প্রদান।

২৭।       বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক সংযোগ প্রদান

২৮।       ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো)        বৈদ্যুতিক সংযোগ প্রদান

 

উল্লেখ্য যে, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরণের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৬ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ বিজনেস অটোমেশন লিঃ এর সাথে চুক্তি স্বাক্ষর করে। তৎপ্রেক্ষিতে  বিডা বিগত ২৪ ফ্রেরুয়ারী ২০১৯ খ্রি: তারিখ অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করেছ। ভবিষ্যতে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৩৫ টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪ টির ও বেশি সেবা প্রদান করা হবে।

আজ রবিবার, ২৩ আগস্ট, ২০২০ খ্রিস্টাব্দ,  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ০৪টি সেবা প্রদানকারী সংস্থা যথা- (১) ভুমি মন্ত্রণালয়; (২) পরিবেশ অধিদপ্তর; (৩) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং (৪) ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব  মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে শোকের মাস আগস্ট স্মরণ করা হয়, এ সময়ে প্রধান অতিথির বক্ত্যবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব  মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন ওএসএস মাধ্যমে বিনয়োগে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রযুক্তির ব্যাবহারে করে অতিকম সময়য়ে কম খরচে দেশি বিদেশী বিনিয়োগকারীরা অন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবা পেতে পারেন।

এসময়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করে বলেন, “ আমাদের অধিকার আদায়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন নির্যাতিত হয়েছেন, জেলে কাটিয়েছেন, আগস্ট আমাদের জন্য কলংকের মাস, এ মাসেই আমরা স্বপরিবারে জাতির পিতাকে হারিয়েছি।  আমাদের অগ্রযাত্রাকে নষ্ট করতে  একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছিল ২০০৪ সালের ২১ আগস্টে। সেদিন মহান আল্লাহ্‌র অশেষ আশীর্বাদেই মাননীয় প্রধানমন্ত্রী প্রাণে বেঁচেছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছিলেন সেই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। এই সময়ে তিনি আরো বলেন, “ শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে,  প্রযুক্তিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ওএসএস এর মাধ্যমে একই প্লাটফর্ম থেকে বিনিয়োগকারীকে  আমাদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে আর সেই লক্ষেই কাজ করছে বিডা।“

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহা পরিচালক মোঃ ওহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন ও পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় ওএসএস বর্তমান তথ্য ও  ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করেন। এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে জনাব জয়নুল হাসান (সচিব,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়),  মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী (সচিব, ভূমি মন্ত্রণালয়) , মোঃ শাহিদ উল্লা খন্দকার (সচিব , গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়) এবং শামস মাহমুদ, (সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই))  প্রমুখ বক্তব্য রাখেন।

 

আলোচ্য ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর এর ভিত্তিতে অনলাইন কানেক্টিভিটি স্বাপেক্ষে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সর্বমোট ১৩টি সেবা প্রদান করা সম্ভব হবে।  তা হল

ক্রমিক নং            সংস্থা     সেবার সংখ্যা        প্রস্তাবিত সেবাসমূহ

১           ভূমি মন্ত্রণালয়        ৩টি        (ক) ই-মিউটেশন, (খ) ই-খতিয়ান, (গ) মিউটেড খতিয়ান

২          রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ       ৪টি        (ক) ভূমি ব্যবহার ছাড়পত্র, (খ) প্ল্যান অনুমোদন, (গ) বৃহৎ ও বিশেষায়িত প্রকল্পের ছাড়পত্র, (ঘ) দখলের সনদ

৩          পরিবেশ অধিদপ্তর   ৪টি        (ক) পরিবেশ অস্থানগত ছাড়পত্র প্রদান, (খ) পরিবেশগত ছাড়পত্র প্রদান, (গ) পরিবেশগত ছাড়পত্র নবায়ন, (ঘ) ইআইএ অনুমোদন

৪          ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ    ২টি        (ক) সার্টিফিকেট অব অরিজিন, (খ) মেম্বারশীপ সার্টিফিকেট

সর্বমোট ১৩ টি সেবা

 

 

বর্তমানে বিডা ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে  ০৭ টি সংস্থার ২১ টি সেবা প্রদান করছে

ক্রমিক নং            সংস্থার নাম          সেবার নাম

০১-০২।   যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর    নামের ছাড়পত্র;

কোম্পানী নিবন্ধন

০৩।       জাতীয় রাজস্ব বোর্ড ই-টিআইএন

৪-১৭।     বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ     প্রকল্প নিবন্ধন;

অফিস স্থাপনের অনুমতি (নতুন);

অফিস স্থাপনের অনুমতি (মেয়াদ বর্ধিতকরণ);

অফিস স্থাপনের অনুমতি (বাতিল);

অফিস স্থাপনের অনুমতি (সংশোধন);

ভিসা সুপারিশ (নতূন);

ভিসা সুপারিশ (সংশোধন);

ভিসা অন এরাইভাল (নতূন);

ভিসা অন এরাইভাল (সংশোধন);

কর্মানুমতি (নতুন);

কর্মানুমতি (মেয়াদ বর্ধিতকরণ);

কর্মানুমতি (সংশোধন);

কর্মানুমতি (বাতিল);

রেমিট্যান্স সার্ভিসেস (নুতন)

১৮।       সোনালী ব্যাংক লিঃ অনলাইন পেমেন্ট

১৯।        নির্বাচন কমিশন সচিবালয়     আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ

২০।       সুরক্ষা সেবা বিভাগ  বিদেশি নাগরিকদের অনুকূলে সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রদান

২১।        চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ         ভূমি ব্যবহারের ছাড়পত্র

 

 

এবং ইতোপূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রেক্ষিতে  আরো ২৮ টি সেবা অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রদান করার জন্য ইন্টিগ্রেশনের কার্যক্রম চলমান রয়েছেঃ

ক্রমিক নং            সংস্থার নাম          সেবার নাম

১-৫।      বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ     (১) নিবন্ধন পত্রের সংশোধনী প্রদান;

(২) ১ম এডহক শিল্প আইআরসি সুপারিশ প্রদান;

(৩) ২য় এডহক শিল্প আইআরসি সুপারিশ প্রদান;

(৪) ৩য় এডহক শিল্প আইআরসি সুপারিশ প্রদান;

(৫) নিয়মিত শিল্প আইআরসি সুপারিশ প্রদান।

৬-৯।      জাতীয় রাজস্ব বোর্ড (১) ই-ভ্যাট রেজিস্ট্রেশন;

(২) বিআইএন সার্টিফিকেট প্রদান;

(৩) বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স প্রদান;

(৪) আয়কর রিটার্ন দাখিল।

১০-১৫।   যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর     (১) বৈদেশিক কোম্পানি (ব্রাঞ্চ/লিয়াজোঁ/রিপ্রেজেন্টেটিভ অফিস) রেজিষ্ট্রেশন;

(২) পরিচালকমন্ডলীর তালিকা পরিবর্তন;

(৩) অনুমোদিত মূলধন বৃদ্ধিকরণ;

(৪) পরিশোধিত মূলধন বৃদ্ধিকরণ;

(৫) সার্টিফিকেট কপি ইস্যুকরণ;

(৬) রিটার্ন ফাইলিং।

১৬।       ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  ট্রেড লাইসেন্স প্রদান

১৭।        ঢাকা উত্তর সিটি কর্পোরেশন   ট্রেড লাইসেন্স প্রদান

১৮।       চট্টগ্রাম সিটি কর্পোরেশন       ট্রেড লাইসেন্স প্রদান

১৯।        সুরক্ষা সেবা বিভাগ  (১) বিদেশি কোম্পানি (ব্রাঞ্চ/লিয়াজোঁ/রিপ্রেজেন্টেটিভ অফিস) এর অনুকূলে সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রদান;

২০-২৩।  আমদানী ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তর            (১) আমদানি নিবন্ধন সনদ প্রদান;

(২) রপ্তানি নিবন্ধন সনদ প্রদান;

(৩) আমদানি নিবন্ধন সনদ নবায়ন;

(৪) রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন।

২৪-২৬।  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ         (১) প্ল্যান অনুমোদন;

(২) বৃহৎ ও বিশেষায়িত প্রকল্পের ছাড়পত্র;

(৩) দখলের সনদ প্রদান।

২৭।       বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক সংযোগ প্রদান

২৮।       ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো)        বৈদ্যুতিক সংযোগ প্রদান

 

উল্লেখ্য যে, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরণের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৬ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ বিজনেস অটোমেশন লিঃ এর সাথে চুক্তি স্বাক্ষর করে। তৎপ্রেক্ষিতে  বিডা বিগত ২৪ ফ্রেরুয়ারী ২০১৯ খ্রি: তারিখ অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করেছ। ভবিষ্যতে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৩৫ টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪ টির ও বেশি সেবা প্রদান করা হবে।

Recent News