Oct 03, 2019
আজ ০৩ অক্টোবর , ২০১৯, বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আলোচনাকালে রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজ নেদারল্যান্ড-বাংলাদেশের অর্থনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অতি অল্প সময়ে বাংলাদেশ দ্রুত উন্নতি করেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের করা সহজে ব্যবসা করার সূচক বা ইজ অব ডুয়িং বিজনেসে উন্নতির তালিকায় শীর্ষ ২০ দেশের মধ্যে স্থান করে নেওয়ায় তিনি বাংলাদেশকে অভিনন্দন জানান।
পারস্পারিক মতবিনিময়কালে বিডা-এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাংলাদেশের অগ্রগতি ও বিনিয়োগ বান্ধব পরিবেশ চিত্র তুলে ধরেন। এসময় তিনি বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত এক দশক ধরে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০০৯ সাল থেকেই ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপ রেখা হাতে নেওয়া হয়। বর্তমানে শুধু তৈরি পোশাক শিল্পই নয় , লেদার গুডস, আইসিটি, জাহাজ নির্মান শিল্প, এগ্রিকালচার সহ প্রতিটি সেক্টরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরে আমাদের প্রবৃদ্ধি ৮.১৩% যা বিশ্বের অন্যতম শীর্ষ । তিনি আরো বলেন বিনিয়োগ বান্ধব কর্ম পরিবেশ, দক্ষ শ্রমিকের সহজলভ্যতা, সেই সাথে বৃহৎ লোকাল মার্কেট ও বিশ্বব্যাপী শতভাগ রপ্তানির জন্য বিনিয়োগে বাংলাদেশ এখন আস্থার নাম।
আলাপকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজ বলেন আগামী দিনগুলোতে আরো এগিয়ে যাবে বাংলাদেশ, আর সেই উন্নত বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় নেদারল্যান্ড। এসময় তিনি জাহাজ নির্মান শিল্প, আইসিটি, এগ্রিকালচার সেক্টরে ডাচ বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরেন।