BIDA

Media Release

বাংলাদেশ বিনিয়োগবান্ধব উচ্চ প্রবৃদ্ধির দেশঃ বিডা

Sep 19, 2019

বাংলাদেশ বিনিয়োগবান্ধব উচ্চ প্রবৃদ্ধির দেশঃ বিডা

আজ ১৯ সেপ্টেম্বর, ২০১৯, বৃহস্পতিবার    অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)- এর  প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ  (বিডা)-এর   কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন।    সাক্ষাতকালে মোঃ সিরাজুল   ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে  অপ্রতিরোধ্য  গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,  ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের এই অগ্রযাত্রায় টেলিযোগাযোগ খাতের গুরুত্ব অপরিসীম। আগামী পৃথিবী হবে তথ্য ও প্রযুক্তির। তাই টেলিযোগাযোগ খাতের উৎকর্ষতার ওপর গুরুত্ব বাড়াতে হবে।

এ সময়ে  এমটব-এর প্রতিনিধি দল  জিডিপিতে টেলিকম অপারেটরসদের অবদান তুলে ধরে বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রায় এমটব সব সময় সাথেই থাকবে। তারা সিম ট্যাক্স, লাইসেন্স ফি, ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ভবিষ্যতে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে বিডা এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলাম বলেন, বাংলাদেশ বিনিয়োগবান্ধব উচ্চ প্রবৃদ্ধির দেশ,  চলতি বছরে আমাদের  জিডিপি তে প্রবৃদ্ধি হার প্রায় ৮.১৩% এবং ভবিষ্যতে তা  আরো বৃদ্ধি পাবে ।  বর্তমান বিশ্বের বিবেচনায়  বাংলাদেশ নিরাপদ  বিনিয়োগ এবং পুনঃবিনিয়োগের শ্রেষ্ঠ  যায়গা।

Recent News