BIDA

Media Release

বিডা’র অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হলো আরো ১৪টি নতুন সেবা

Dec 10, 2020

বিডা’র অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হলো আরো ১৪টি নতুন সেবা

আজ (১০ ডিসেম্বর, বৃহস্পতিবার  ২০২০,) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন ভাবে যুক্ত হলো আরো ১৪টি নতুন সেবা, আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা অতিদ্রুত  সহজেই অনলাইনে সেবাসমূহ প্রাপ্ত হবেন।

 

মহান  বিজয়ের মাসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মাননীয় মন্ত্রী বলেন, “পরিবেশের গুরুত্ব উপলব্ধি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের কাজ শুরু করেন, এলক্ষ্যে তিনি ১৯৭৩ সালে ওয়াটার পলুশন কন্ট্রোল অর্ডিন্যান্স জারি করেন। সেই ধারাবাহিকতায় পরিবেশ কে গুরুত্ব দিয়ে ১৯৯৭ সালে পরিবেশন সংরক্ষণ বিধিমালা প্রণয়ন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন এবং তা অবশ্যই পরিবেশকে রক্ষা করেই , সেই লক্ষ্যেই ২০৩০ সালে আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে আর সেই সাথে বিনিয়োগ বাড়াতে হবে বহুগুণ’’। এ সময়ে তিনি আরো বলেন “বিপুল জনসংখ্যার আমাদের এই দেশে পরিবেশ সংরক্ষণ অনেক বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়েই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, পরিবেশ রক্ষা করে উন্নত বাংলাদেশ বিনির্মানের জন্য ইতোমধ্য পরিবেশ অধিদপ্তর সীমিত লোকবল নিয়ে ছাড়পত্র পক্রিয়া সহজীকরনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে “ বিনিয়োগ যাতে আরো সহজতর করার লক্ষ্যে আমরা বিডার জন্য পরিবেশ অধিদপ্তরে ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছি’’।  এ সময়ে তিনি  বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে আনুষ্ঠানিক ভাবে আজ থেকে নতুন ১৪টি সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগ সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। 

 

 

 

অনুষ্ঠানে হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদশর্ন করে, বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ ও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রার কথা তুলে ধরে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন “২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন  বাস্তবায়ন করতে হলে আমাদের অর্থনীতি বহুগুণ বাড়াতে হবে, আমাদের মাথাপিছু ইনকাম ১২,৫০০ ডলার উন্নীত করতে হবে, আর এটা করার জন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং সবাইকে সমান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারি সার্ভিস  গুলো অবশ্যই ডিজিটাল ভাবে খুব সহজে অতি অতিদ্রুতায় দিতে হবে। আমাদের শুধু উন্নয়ন নয় , আমাদের টেকসই  উন্নয়ন করতে হবে, আমাদের উন্নয়ন শুধু এক প্রজন্মের জন্য নয় এটা পরবর্তী প্রজন্মগুলোর জন্য সংযুক্ত করে যেতে হবে। আজ পরিবেশ অধিদপ্তরের ১২ টি সেবা অনলাইনে যুক্ত হল, আমাদের পরিবেশ ঠিক রেখে উন্নয়ন করতে হবে দেশ যদি বাস যোগ্য না হয় তাহলে কোন উন্নয়নই কাজে আসবে না” ।  এসময়ে তিনি উল্লেখ করেন  উন্নত  মানের বিনিয়োগ সেবা প্রদানের লক্ষ্য বর্তমানে বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মধ্যমে ৯টি প্রতিষ্ঠানের ৩৫ টি সেবা দিয়ে আসছে ও ইতোমধ্য  ২০ টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বারক স্বাক্ষরিত  করেছে এবং এ বছরই ৩১ ডিসেম্বরের মধ্যে  আরো ১০ টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হওয়ার কথা রয়েছে।

আজ পরিবেশ অধিদপ্তরের ১২ টি (পরিবেশগত ছাড়পত্র প্রদান (লাল); পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র প্রদান (সবুজ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (লাল); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (সবুজ); অস্থানগত ছাড়পত্র প্রদান; ইআইএ অনুমোদন; টিওআর অনুমোদন; জিরো ডিসচার্জড্‌ অনুমোদন) ও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের ১টি (বৈদেশিক কোম্পানি (ব্রাঞ্চ/লিয়াজোঁ/রিপ্রেজেন্টেটিভ অফিস) রেজিষ্ট্রেশন) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ১টি (১ম এডহক শিল্প আইআরসি সুপারিশ প্রদান) সহ মোট ১৪ টি সেবা এবং পূর্বের ২১ টি সেবা, সর্বোমোট ৩৫টি বিনিয়োগ সেবা এখন থেকে বিনিয়োগকারীরা   অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রাপ্ত হবেন।

উল্লেখ্য যে, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরণের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৬ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ বিজনেস অটোমেশন লিঃ এর সাথে চুক্তি স্বাক্ষর করে, তৎপ্রেক্ষিতে  বিডা বিগত ২৪ ফ্রেরুয়ারী ২০১৯ খ্রি: তারিখ অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করে, বিশ্ব ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি)  এর কারিগরি সহায়তা ও যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সহযোগিতায় ২০২১ সালের মধ্য আলোচ্য ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিডা ৩৫ টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪ টির ও বেশি বিনিয়োগ সেবা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানের শুরুতে  বিডার নির্বাহী সদস্য জনাব মোঃ বিল্লাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন , এছাড়াও বিডার পরিচালক জনাব জীবন কৃষ্ণ সাহা রয় ওএসএস এর উপরে ভার্চুয়াল প্রেজেন্টেশন করেন, এসময়ে জনাব ড. মোঃ জাফর উদ্দিন, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়,  জিয়াউল হাসান, এনডিসি, সচিব  পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়েরনার , ড. এ, কে, এম, রফিক আহাম্মদ, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, মোঃ মকবুল হোসেন, রেজিস্টার, আরজেএসসি , সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি, দ্যা ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), শামস মাহমুদ, সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( ডিসিসিআই্‌) ,  মাহাবুবুল আলম, সভাপতি, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও প্রমুখ বক্তব্য রাখেন, অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সংবাদ প্রতিনিধিগনের মতবিনিময়য় করা হয়।

Recent News