Dec 31, 2020
আজ (৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার ২০২০,) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন ভাবে যুক্ত হলো আরো ০৬টি নতুন সেবা, আজ বিডা ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা অতিদ্রুত সহজেই অনলাইনে সেবাসমূহ প্রাপ্ত হবেন।
মহান বিজয়ের মাসের শেষ দিনে প্রধান অতিথি জনাব সালমান ফজলুর রহমান বক্তব্যের শুরুতেই হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মাননীয় উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের সুফলের কথা তুলে ধরেন, তিনি বলেন এমন একটা সময় ছিল যখন আমাদের দেশে অনলাইন নির্ভর সেবা ছিল অকল্পনীয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পরিকল্পনা বাস্তবায়নের ফলে তথ্য প্রযুক্তির কল্যাণে আজ তা হাতের মুঠোয়, এখন ঘরে বসেই অনেক বিনিয়োগ পাওয়া সম্ভব এবং যা সামনের দিনে আরো দ্রুত হবে । এ সময়ে তিনি বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে আনুষ্ঠানিক ভাবে নতুন ০৬টি সেবার উদ্ভোধন করেন এবং এর ফলে বিনিয়োগ সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
এসময়ে সভাপতির বক্ত্যবে বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম মহান বিজয়ের মাসের শেষ দিনে হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদশর্ন করে, বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ ও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রার কথা তুলে ধরে বলেন দেশ স্বাধীন না হলে আমরা এতদূর আসতে পারতাম না, এসময়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি আরো বলেন “২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের অর্থনীতি বহুগুণ বাড়াতে হবে, আমাদের মাথাপিছু ইনকাম ১২,৫০০ ডলার উন্নীত করতে হবে, আর এটা করার জন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং সবাইকে সমান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারি সার্ভিস গুলো অবশ্যই ডিজিটাল ভাবে খুব সহজে অতি অতিদ্রুতায় দিতে হবে। আমাদের শুধু উন্নয়ন নয় , আমাদের টেকসই উন্নয়ন করতে হবে, আমাদের উন্নয়ন শুধু এক প্রজন্মের জন্য নয় এটা পরবর্তী প্রজন্মগুলোর জন্য সংযুক্ত করে যেতে হবে। আজ পরিবেশ অধিদপ্তরের ০৩ টি, আমদানী ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের ০১ টি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১টি এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবেশনের ০১ টি সহ মোট ০৬টি সেবা অনলাইনে যুক্ত হল, এর মাধ্যমে আমরা এখন থেকে ৪১টি বিনিয়োগ সেবা অনলাইনে দিচ্ছি, বিনিয়োগকারীরা অতিদ্রুত সহজেই ঘরে বসেই এই সেবা পাবেন, এসময়ে তিনি আগামী বছরের মধ্য বিডার ওএসএস পোটার্লের ৩৫টি সংস্থার ১৫০টি বিনিয়োগ সেবা প্রদানের আশাবাদ ব্যাক্ত করেন।
উল্লেখ্য যে আজ পরিবেশ অধিদপ্তরের ০৩টি (ইআইএ অনুমোদন; টিওআর অনুমোদন; জিরো ডিসচার্জড্ অনুমোদন), আমদানী ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের ০১টি (শিল্প আইআরসি-র সনদ প্রদান।), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ০১টি (বিদ্যুৎ সংযোগ প্রদান), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ০১টি (বিদ্যুৎ সংযোগ প্রদান) সহ মোট ০৬ টি এবং পূর্বের ৩৫টিসহ মোট ৪১টি বিনিয়োগ সেবা এখন থেকে বিনিয়োগকারীরা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রাপ্ত হবেন।
অনুষ্ঠানের শুরুতে বিডার নির্বাহী সদস্য জনাব মোঃ বিল্লাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন এবং বিডার উপ পরিচালক উম্মে রোমানা তুয়া এর পরিচালনায় রহমত উল্লাহ্ মোঃ দস্তগীর এনডিসি ( অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়) , এ এইচ এম শফিকুজ্জামান (অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়), একেএম রফিক আহমেদ (মহা পরিচালক, পরিবেশ অধিদপ্তর) , জীবন কৃষ্ণ সাহা রয় (পরিচালক, বিডা), মোঃ মুনির হোসেন পরিলাচক , দ্যা ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)প্রমুখ বক্তব্য রাখেন, অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সংবাদ প্রতিনিধিগনের মতবিনিময়য় করা হয়। এ সময়ে বিডার উর্ধত্মন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।