Oct 21, 2019
২১ অক্টোবর , ২০১৯, সোমবার (সময়ঃ দুপুর ২.৩০ ), আজ মালোশিয়া ভিত্তিক টিটিজায়া (TITIJAYA) , গ্রিনল্যান্ড গ্রুপ (GREENLAND GROUP) , ওয়ার্ল্ড লিন চেম্বার অফ কমার্স (World Lin Chamber Of Commerce), বিআরসি গ্লোবাল (BRC Global) –এর আট (০৮) সদস্যের এক প্রতিনিধি দল প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সাথে সাক্ষাত করেন।
এ সময়ে (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বাংলাদেশের সার্বিক বিনিয়োগ পরিবেশ ও পরিস্থিত প্রতিনিধিদলের সামনে তুলে ধরে বলেন বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধির বিশাল বাজারের ঝুকিহীন বিনিয়োগের যায়গা। এসময়ে বিডা –এর পরিচালক মোঃ আরিফুল হক প্রতিনিধিদলের সামনে “ investment climate and opportunities in Bangladesh” শীর্ষক ভিজুয়াল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন এবং বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে মালোশিয়ান প্রতিনিধি দল বাংলাদেশের ক্রম অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বিডার সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময়ে তাঁরা বাংলাদেশে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যাক্ত করেন। প্রেক্ষিতে বিডা-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম প্রতিনিধিদলকে বলেন, বিনিয়োগকারীদের উন্নত মানের বিনিয়োগ সেবা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সব সময় বিনিয়োগকারীদের পাশেই আছে।