BIDA

Media Release

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে নতুন ১৪ টি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ।

Dec 10, 2020

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে নতুন ১৪ টি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ।

প্রিয়  মহোদয়

আগামী ১০ ডিসেম্বর, ২০২০ খ্রি. তারিখ সকাল ১১.০০টায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওএসএস (One Stop Service) পোর্টালে (www.bidaquickserv.org) পরিবেশ অধিদপ্তরের ১২ টি , যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের ১টি এবং বিডা’র ১টি সহ মোট ১৪টি সেবা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন, এম.পি আলোচ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বর্ণিত সেবাসমূহ  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আলোচ্য সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জনাব জিয়াউল হাসান এনডিসি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। 

অনুষ্ঠানটি অন লাইনে Zoom Platform ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য Meeting ID এবং  Password Meeting Link নিম্নরূপঃ  

Meeting ID:  969 3402 6461

Passcode:  135592

Meeting Link:  https://zoom.us/j/96934026461?pwd=MjJNbjlHUStPb1d5YldpWlFZa2ptdz09

উক্ত অনুষ্ঠানের সংবাদ পরিবেশনের লক্ষ্যে আপানর স্বনামধন্য প্রিন্ট মিডিয়া/ ইলেক্ট্রনিক মিডিয়ার একজন সংবাদ প্রতিনিধিকে নির্ধারিত সময়ে (সকাল ১১.০০টায়) ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য বিনীত  অনুরোধ করছি।

 

প্রশান্ত কুমার মন্ডল

জনসংযোগ কর্মকর্তা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

প্রধানমন্ত্রীর কার্যালয়। 

মুঠোফোনঃ ০১৭৮-৪৬৪৭০৭৯

Recent News