BIDA

Media Release

উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা

Sep 01, 2020

উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা

আজ ০১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আলোচনাকালে “মিট দা প্রেস” অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম মহোদয় এ কথা বলেন।  

এসময়ে তিনি বলেন “বাংলাদেশে দ্রুত বিনিয়োগ বিকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহ দান, শিল্প স্থাপনে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানসহ অব্যবহৃত সরকারি জমি/স্থাপনাকে অধিকতর অর্থনৈতিক কর্মকান্ডে ব্যবহারের লক্ষ্যে ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশনকে  একীভূত করে, বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রতিষ্ঠা করা হয়।   সৃষ্টির সূচনালগ্ন থেকেই সেলক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিডা, উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে দেশি বিদেশী বিনিয়োগকারীদের খুব সহজে অতি দ্রুত আন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবা, সর্বোচ্চ বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিনিয়োগে উৎসাহিত করাই বিডার মূলকাজ।“

এ সময়ে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি বিডার অগ্রগতি ও অর্জন তুলে ধরে বলেন” দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরণের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সাথে একাধিক সভা, সেমিনার, গোলটেবিল বৈঠক ও কর্মশালার মাধ্যমে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস প্রদানের রূপরেখা প্রস্তুত করছে। ৩৫টি সংস্থা হতে প্রদত্ত ১৫৪টি সেবাকে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের মাধ্যমে প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিডা ২১টি সেবা OSS-এর মাধ্যমে প্রদান করা হচ্ছে এবং শীঘ্র-ই আরও ১৬টি সেবা এ তালিকায় যুক্ত হবে। “ 

মতবিনিময় সভায় তিনি আগত গণমাধ্যম প্রতিনিধিদের সাথে  বিডার অর্জন, ইজ অফ ডুইং বিজনেস, বিনিয়োগ বিকাশে বিডার বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময়ে বিডার উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Recent News