BIDA

Media Release

শীঘ্রই বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে

Jul 11, 2021

শীঘ্রই বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে

আজ (১১ জুন, ২০২১) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালা বিষয়ক কর্মশালায়  সভাপতির বক্তব্যে এ কথা বলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান  জনাব মোঃ সিরাজুল ইসলাম।

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) ভার্চুয়াল প্লাটফর্মে বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালা বিষয়ক এক কর্মশালায় আয়োজন করা হয়। ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে  মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা  জনাব সালমান ফজলুর রহমান এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । গত এক দশকে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিক ভাবে বেড়েছে,  তাই এখন আমরা বহির্বিশ্বে বিনিয়োগের কথা ভাবছি, যা দশ বছর আগেও ছিল কল্পনার বাইরে। তাই বহির্বিশ্বে বিনিয়োগের নীতিমালা প্রণয়ন করা এখন সময়ের দাবী, তবে এক্ষেত্রে আগে আমাদের সেক্টরগুলো চিহ্নিত হবে। সেই সাথে আমাদের এমন ভাবে পলিসি প্রণয়ন করা উচিত যাতে কোন রকম মানি লন্ডারিং লিকেজ ইস্যু না থাকে”।

কর্মশালায় সভাপতির বক্ত্যবে বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিডার গর্ভার্নিং বোর্ডের প্রথম সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই নীতিমালা তৈরির কথা বলা হয়েছিল এবং ২য় গর্ভার্নিং বোর্ড সভায় বিডা কে এর খসড়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেলক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় , আমরা ১৩ অণুচ্ছেদ বিশিষ্ট একটি খসড়া প্রস্তুত করয়েছি এবং পরে তা বিভিন্ন স্টকহোল্ডারদের কাছ পাঠিয়ে থেকে মতামত চাওয়া হয়েছে, এতে অনেক এতে খাত চিহ্নিতকরণসহ বিভিন্ন সংযোজন-বিয়োজন করা হবে। এসময়ে তিনি আরো বলেন,  উন্নত বাংলাদেশের স্বপ্নযাত্রার কথা মাথায় রেখে  বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে শীঘ্রই বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার চূড়ান্ত খসড়া তৈরি করা হবে।

এসময়ে চ্যানেল আই এর পরিচালক জনাব শাইখ সিরাজ বহির্বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কৃষি ও কৃষি উৎপাদন বিষয়ক বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন । তিনি বলেন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি ও কৃষিজাত পণ্যে অনেক বাংলাদেশি ব্যাবসায়ী, শ্রমিক, উদ্যোক্তা জড়িয়ে আছেন , যাঁদের মাধ্যমে সহজেই এই সব দেশে বিনিয়োগ করা যেতে পারে।

কর্মশালায় ভূতপূর্ব সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি মধ্যপ্রাচ্যে মাঝারি ও ছোট ছোট বিনিয়োগের ফ্যাসিলিটির কথা তুলে ধরেন।

 বিডা’র উপ পরিচালক নুসরাত জাহানের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিডার নির্বাহী সদস্য জনাব মহাসিনা ইয়াসমিন। এসময়ে বিডা’র  মহা পরিচালক জনাব শাহ্ মোহম্মদ মাহাবুব  ১৩ অনুচ্ছেদ বিশিষ্ট  “বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার খসড়া”  উপস্থাপন করেন।  ওয়েবিনারে বিভিন্ন সরকারি বেসকারি প্রতিষ্ঠান,  চেম্বার্স অফ কমার্স এর প্রায় একশ (১০০) এর মত প্রতিনিধিবৃন্দ ৬ টি গ্রুপে  বহির্বিশ্বে বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে মতামত প্রদান করেন।  বিডা’র পরিচালক কাজী আবু তাহের বহির্বিশ্বে বাংলাদেশের বিনিয়ো

Recent News