BIDA

Media Release

সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

Jul 02, 2020

সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ০২ জুলাই, ২০২০, বৃহস্পতিবার,  সকাল ১১.০০ টায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের ইন্টিগ্রেশনের জন্য প্রণীত সমঝোতা স্মারক সংক্রান্ত এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ শহীদ উল্লা খন্দকার সহ ৬টি মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ১০টি সংস্থার সংস্থা প্রধানগণ/তাঁদের প্রতিনিধিগণ  উপস্থিত ছিলেন। বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সাথে যে ১০টি মন্ত্রণালয়/সংস্থার সিস্টেমকে ইন্টগ্রেশনের লক্ষ্যে প্রণীত সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয় তার তালিকা নিন্মরূপ :

(১)    ভূমি মন্ত্রণালয়

(২)    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ

(৩)    কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

(৪)    পরিবেশ অধিদপ্তর

(৫)    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

(৬)    নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিঃ

(৭)    ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলাপমেন্ট কোম্পানী লিঃ

(৮)    ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ

(৯)    পল্লী বিদ্যুতায়ন বোর্ড

(১০)    ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ

অলোচনাকালে জানানো হয় যে, উল্লিখিত ১০ টি মন্ত্রণালয়/সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে মোট ২৩টি সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সাথে ইন্টিগ্রেশনের জন্য কাজ শুরু করা হবে। মন্ত্রণালয়/সংস্থার বিপরীতে সেবাসমূহ নিন্মরূপ :

১)    ভূমি মন্ত্রণালয়-৩টি সেবা : (ক) ই-মিউটেশন, (খ) ই-খতিয়ান, (গ) মিউটেড খতিয়ান

২)    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-৪টি সেবা : (ক) ভূমি ব্যবহার ছাড়পত্র, (খ) প্ল্যান অনুমোদন, (গ) বৃহৎ ও বিশেষায়িত প্রকল্পের ছাড়পত্র, (ঘ) দখলের সনদ

৩)    কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর-৩টি সেবা : (ক) লাইসেন্স প্রদান, (খ) কলকারখানা মেশিন লে আউট প্ল্যান অনুমোদন, (গ) লাইসেন্স নবায়ন ও সংশোধন

৪)    পরিবেশ অধিদপ্তর-৪টি সেবা : (ক) পরিবেশ অস্থানগত ছাড়পত্র প্রদান, (খ) পরিবেশগত ছাড়পত্র প্রদান, (গ) পরিবেশগত ছাড়পত্র নবায়ন, (ঘ) ইআইএ অনুমোদন

৫)    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-৩টি সেবা : (ক) অগ্নি নিরাপত্তা লাইসেন্স অনুমোদন, (খ) অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন, (গ) বহুতল ভবনের অনাপত্তি সনদপত্র প্রদান

৬)    নদার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিঃ-১টি সেবা : (ক) নতুন বিদ্যুৎ সংযোগ

৭)    ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলাপমেন্ট কোঃ লিঃ-১টি সেবা : (ক) নতুন বিদ্যুৎ সংযোগ

৮)    ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ-১টি সেবা : (ক) নতুন বিদ্যুৎ সংযোগ

৯)    পল্লী বিদ্যুতায়ন বোর্ড-১টি সেবা : (ক) নতুন বিদ্যুৎ সংযোগ

১০)     ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-২টি সেবা : (ক) সার্টিফিকেট অব অরিজিন, (খ) মেম্বারশীপ সার্টিফিকেট

 

সভায় ১০টি মন্ত্রণালয়/সংস্থার পক্ষ হতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সহমত প্রকাশ করা হয় এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে খুব দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এর ফলে দেশের বিনিয়োগ পরিবেশ আরও সহজতর হবে ।

 

Recent News