BIDA

Media Release

উন্নত বাংলাদেশ গড়তে হলে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নাই

Jan 24, 2021

উন্নত বাংলাদেশ গড়তে হলে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নাই

আজ ( ২৪ জানুয়ারি, ২০২১, সময় দুপুর ৩.৩০- বিকাল৫.০০)   প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “entrepreneurship and innovation” শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম বলেছেন উন্নত বাংলাদেশ গড়তে হলে আগামী প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন যোগত্যা নিয়ে বড় হতে হবে, মানুষ তাঁর স্বপ্নের সমান। তাই ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে হলে সফল উদ্যোক্তা সৃষ্টির কোন বিকল্প নেই।

আগামী প্রজন্মকে ক্যারিয়ার বিষয়ক সঠিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে  আজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজনে  “entrepreneurship and innovation” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম বলেন “  এখন আমরা আমাদের স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছি,  বঙ্গবন্ধুর ডাকে আমরা অনেক ত্যাগ তিথিক্ষার পরে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। এই ৫০ বছরে আমারা বিশ্বের বুকে অগ্রসর জাতি হিসাবে  দাড়াতে পেরছি, বাংলাদেশ এখন অর্থনৈতিক অগ্রগতির দেশ, এই করোনা আবহে যেখানে বিশ্বে বড় বড় দেশের অর্থনৈতিক চাকা থমকে গেছে সেখানে বাংলাদেশের অর্থনীতির চাকা চলমান রয়েছে , এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী  দূরদর্শী নেতৃত্বের কারণে। গত ১০ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা তাঁর পূর্বের ৪০ বছরের থেকেও বেশি। আর এটা সূচনা হয়েছিল ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারনার মাধ্যমে,  তখন অবিশ্বস্য হলেও এখন তা বাস্তব। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আরো কিছু লক্ষ্য স্থির করেছেন তাহলো আমরা ২০২৫ সালে মধ্যম মধ্য আয়ের দেশে,  ২০৩১ সালে উচ্চ মধ্য আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নতদেশের পরিণত হওয়ার আশা, আর সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে চলেছে বাংলাদেশ।   আমাদের এখন মাথা পিছু আয় ২০০০ ডলারের কিছু বেশি হলেও উন্নত বাংলাদেশ গড়তে আমাদের মাথাপিছু আয় ১২৫০০ ডলার হতে হবে, ইটস এ বিগ চ্যাজেঞ্জ। তাই আমাদের এখন থেকেই ভাবতে হবে, আমাদের প্রযুক্তি নির্ভর হতে হবে, আগামী প্রজন্মকে সাহসী দক্ষ এবং প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা এবং ইনোভেশনের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, দক্ষ উদ্যোক্তা তৈরি না করতে পারলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। ২০৩৫ সালে আমাদের কর্মক্ষম মানুষের সংখ্যা হবে ১২ কোটি ৫৮ লক্ষ যা মোট জনসংখ্যার ৭০%, আমাদের এর সুযোগটা নিতে হবে। এখন ৪র্থ শিল্প বিপ্লবের যুগ, সবকিছু এখন প্রযুক্তি নির্ভর, তাই আমাদের ও প্রযুক্তি নির্ভর হবে, সময়ের সাথে তথ্য প্রযুক্তি কে ব্যাবহার না করতে পারলে টিকে থাকা যাবে না।  তিনি আরো বলেন “ আগামী বাংলাদেশের কথা মাথায় রেখেই বিডা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন  প্রকল্পের মাধ্যমে দেশ ব্যাপী  উদ্যোক্তা সৃষ্টি করে চলছে , ইতোমধ্য  এ প্রকল্পের মাধ্যমে বিডা  ২১০০০ জন কে প্রশিক্ষণ প্রদান করেছে, এর মধ্যে ৩০০৭ জন উদ্যোক্তা হিসাবে তাঁদের কর্মজীবন শুরু করেছে যার ফলে ৩০০০০ এর অধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যাবসা সজহীকরন থেকে শুরু করে বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা। এ সময়ে তিনি  ওয়েবিনারে সংযুক্ত  শীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও আশা প্রকাশ করেন  আগামী উদ্যোক্তাদের সাথেই এগিয়ে যাবে বাংলাদেশ ।

এ সময়ে অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার ড. হুমায়ূন কবির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় বলেন  আগামী প্রজন্মকে ব্রান্ড বাংলাদেশ নিয়ে ভাবতে হবে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি,  পর্যাপ্ত বিনিয়োগ  ছাড়া কাংখিত উন্নয়ন সম্ভব নয়। এসময়ে তিনি আরো বলেন ইনোভেশনের মাধ্যমে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে হবে, শিক্ষার্থীদের এই ধারণা নিয়েই এগোনো উচিত।

অনুষ্ঠানে মিসেস কাহকাশা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্য মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. ইফফত জাহান ( ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ)  বক্তব্য রাখেন। এসময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও ফ্যাকাল্টি মেম্বারগণ সংযুক্ত ছিলেন।

Recent News