BIDA

Media Release

উন্নত বাংলাদেশ গড়তে হলে উন্নত বিনিয়োগ সেবার বিকল্প নেই

Feb 11, 2021

উন্নত বাংলাদেশ গড়তে হলে উন্নত বিনিয়োগ সেবার বিকল্প নেই

আজ (১১ ফেব্রুয়ারি, ২০২১) বিডা ভবনে আয়োজিত সমঝোতা স্বারক্ষ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এ মন্তব্য করেন,  এসময়ে  তিনি আরো বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন  কর্তৃপক্ষ অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ১১ টি সংস্থার ৪১ টি সেবা প্রদান করে আসছে। বিনিয়োগ  সেবার মান উন্নত করার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি, আশা করি এবছরের মধ্যেই ৩৫ সংস্থার মাধ্যমে  ১৫৪টি বিনিয়োগ সেবা দিতে সক্ষম হবো। যা আমাদের ইজ অব ডুয়িং বিজনেস (ব্যবসা সহজ করা) সূচকে দুই অংকের ঘরে উন্নত হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন বলেন বিনিয়োগ সেবার মান উন্নত করার জন্য আমাদের প্রচেষ্ঠা অবহ্যত রয়েছে, অধিক বিনিয়োগ মানে অধিক কর্মসংস্থান এবং উন্নয়নের পথে আরো এগিয়ে যাওয়া। এসময়ে তিনি আরো বলেন, অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ, বিনিয়োগের ক্ষেত্রে বিপুল আয়জন নিয়ে অপেক্ষা করে আছে।

উল্লেখ্য যে আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস  পোর্টালের সাথে ০৪টি সেবা প্রদানকারী সংস্থা (ক) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; (খ) নিবন্ধন অধিদপ্তর; (গ) ঢাকা ওয়াটার সাপ্লায় এন্ড স্যুয়ারেজ অথরিটি এবং (ঘ) বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিঃ এর  সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আলোচ্য সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হলে অনলাইন কানেক্টিভিটি স্বাপেক্ষে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে নিম্নোক্ত ১৬ টি সেবা প্রদান করা সম্ভব হবে-

ক্রমিক নং            সংস্থা     সেবার সংখ্যা        প্রস্তাবিত সেবাসমূহ

1.                     বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর        ৩টি        ১. অগ্নি নিরাপত্তা লাইসেন্স অনুমোদন;

২. অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন;

৩. বহুতল ভবনের অনাপত্তি সনদপত্র প্রদান।

2.                     নিবন্ধন অধিদপ্তর    ৫টি        ১. ভূমি ক্রয় দলিল;

২. ইজারা চুক্তিনামা রেজিস্ট্রেশন;

৩. বায়না দলিল;

৪. ভূমি সংক্রান্ত আমমোক্তারনামা নিবন্ধন;

৫. নিবন্ধিত দলিলের নকল সরবরাহ।

3.                     ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ       ৫টি        ১. শিল্প প্রতিষ্ঠানে পানি সংযোগ;

২. বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সংযোগ;

৩. শিল্প প্রতিষ্ঠানে পয়ঃ সংযোগ;

৪. বাণিজ্যিক প্রতিষ্ঠানে পয়ঃ সংযোগ;

৫. প্রাতিষ্ঠানিক পর্যায়ে গভীর নলকূপ স্থাপনের অনুমতি প্রদান।

4.                     বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি. (বিটিসিএল)   ৩টি        ১. ল্যান্ড/ইন্টারনেট প্রটোকল (আইপি) টেলিফোন সংযোগ/সুবিধা প্রদান;

২. উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সংযোগ প্রদান;

৩. .বিডি (.bd) এবং .বাংলা ডোমেইন নেম রেজিস্ট্রেশন।

সর্বমোট ১৬ টি সেবা

ইতোপূর্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে প্রথম পর্যায়ে ০৬টি সংস্থা, দ্বিতীয় পর্যায়ে ০6টি, তৃতীয় পর্যায়ে ০৪টি এবং চতুর্থ পর্যায়ে ০৪টি সহ সর্বমোট ২০ টি সংস্থার সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিডা বিনিয়োগকারীদের ১১ টি সংস্থার ৪১ টি সেবা প্রদান করে আসছে।

এসময়ে (ক) নিবন্ধন অধিদপ্তর; এর সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করেন বিডার পক্ষে মোঃ ওয়াহিদুল ইসলাম (মহা পরিচালক,  বিডা) ও  , নিবন্ধন অধিদপ্তর  পক্ষে শহীদুল আলম ঝিনুক (মহা পরিদর্শক নিবন্ধন, নিবন্ধন অধিদপ্তর ) ।

  (খ) বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিঃ সমঝোতা স্বারক স্বাক্ষর করেন বিডার পক্ষে মোঃ ওয়াহিদুল ইসলাম (মহা পরিচালক, বিডা) ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিঃ পক্ষে  ড. মোঃ রফিকুল মতিন (ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড ),

(গ) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করেন  বিডার পক্ষে জীবন কৃষ্ণ সাহা রায় (পরিচালক, বিডা) ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, পিএস সি পরিচালক (অপাঃ ও মেইন) । 

 এবং (ঘ) ঢাকা ওয়াটার সাপ্লায় এন্ড স্যুয়ারেজ অথরিটি সমঝোতা স্বারক স্বাক্ষর করেন বিডার পক্ষে  জীবন কৃষ্ণ সাহা রায় (পরিচালক, বিডা) ও ঢাকা ওয়াটার সাপ্লায় এন্ড স্যুয়ারেজ অথরিটির পক্ষে প্রকৌশলী মোঃ ইয়ার খান, পি এন্ড ডি  (পয়ঃ) বিভাগ। 

অনুষ্ঠানে  বিডার মহা পরিচালক মোঃ ওয়াহিলুদ ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন । অনুষ্ঠানে উপমা ফারিসা এর সঞ্চালনায় মোঃ আবদুল হান্নান,  যুগ্ম সচিব, ডাক ও টেলি যোগাযোগ বিভাগ, শহীদুল আলম ঝিনুক,  মহা পরিদর্শক নিবন্ধন, নিবন্ধন অধিদপ্তর,  মোঃ আবুল মনসুর, অতিরিক্ত সচিব (অপারেশন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ , মুহম্মদ ইবরাহিম অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) স্থানীয় সরকার বিভাগ প্রমুখ বক্তব্য রাখেন, এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের উর্ধ্বত্মন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনি

Recent News