BIDA

Media Release

বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে এক সাথে কাজ করবে স্ট্যান্ডার চাটার্র্ড ব্যাংক ও বিডা

Jan 05, 2021

বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে এক সাথে কাজ করবে স্ট্যান্ডার চাটার্র্ড ব্যাংক ও বিডা

আজ (০৫ জানুয়ারি, মঙ্গলবার ২০২১) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিডা ও স্ট্যান্ডার চাটার্র্ড ব্যাংক এর মধ্য অনুষ্ঠিত এক সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে  বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেন।

উন্নত বাংলাদেশ বিনির্মানের জন্যে অধিকহারে বিদেশী বিনিয়োগ ত্বরান্বিত করার  লক্ষ্যে আজ বিডা ও স্ট্যান্ডার চাটার্র্ড ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে স্ট্যান্ডার চাটার্ড ব্যাংকের সিইও জনাব নাসের এজাজ বিজয় বলেন,  স্ট্যান্ডার চাটার্ড ব্যাংক সুনামের সাথে দীর্ঘ ১১৫ বছর গ্রাহক সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারীদের আস্থার ব্যাংকে পরিণত হয়েছে, আমরা আমাদের বৈশ্বিক পদচারনা ও সক্ষমতা ব্যবহার করে  কোভিড পরবর্তী বিশ্বে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য, বিডা’র  প্রচেষ্টাকে আরো বেশি বিস্তৃত করতে সক্ষম হবো। আমরা আশা করি  আজ এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হওয়ার ফলে  আমাদের সহযোগিতার ক্ষেত্র অনেক বেশি বৃদ্ধি পাবে। “

এ সময়ে সভাপতির বক্ত্যবে বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম বলেন, ক্ষুদা-দারিদ্রমুক্ত উন্নত সোনার বাংলার যে স্বপ্ন আমাদের জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন , একটা দীর্ঘ সময় পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা সেই দিকে এগোচ্ছি, গত বার বছরে তাঁর নেতৃত্বে বাংলাদেশ যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে তা অবিশ্বাস্য, অবকাঠামোগত উন্নয়ন সহ আমাদের বিনিয়োগ বেড়েছে বহুগুণ। সেই সাথে আমাদের কিছু টার্গেট আছে ২০২৪ সালে মধ্য আয়ের দেশ, ২০৩০ সালে উচ্চমধ্যে আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের লক্ষ্য মাত্রা নিয়ে এগিয়ে যেতে হবে,  যা অধিকহারে বিদেশী বিনিয়োগ ছাড়া সম্ভব নয়। আর দেশ কে এগিয়ে নিতে সরকারি বেসরকারি সকল সংস্থাকে একযোগে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। এসময়ে তিনি স্ট্যান্ডার চাটার্র্ড ব্যাংক ও বিডা এর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্বারক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন “ এর ফলে আমাদের বিনিয়োগ আকর্ষণ করা আরো সহজ ও দ্রুত হবে। এর ফলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর দেশি ও বিদেশী নেটওয়ার্ককে  কাজে  লাগিয়ে দেশের উন্নয়নের জন্য মুখ্য খাতগুলি যেমন কৃষি-ব্যবসা, আইসিটি, ইলেকট্রনিকস, প্লাস্টিক, লাইট  ইঞ্জিনিয়ারিং (হালকা প্রকৌশল), জাহাজ নির্মাণ, পর্যটন, নবায়নযোগ্য শক্তি ও স্বাস্থ্যখাত - প্রভৃতির  ক্ষেত্রে উচ্চ মানের, উচ্চ প্রযুক্তি সম্পন্ন এবং উন্নয়নের পক্ষ্যে উচ্চ প্রভাবশালী বিনিয়োগ বৃদ্ধি পাবে।

উল্লেখ্য যে, আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চীন-বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বিডা ও স্ট্যান্ডার চাটার্র্ড ব্যাংকের যৌথ সহযোগিতার প্রথম উদ্যোগ। অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বের সম্ভাবনা এবং উভয় দেশের মধ্যকার উচ্চ-সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ করিডোরের কুশলী সুযোগ-সুবিধা তুলে ধরা হবে। আশা করা যাচ্ছে, বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের নেতৃবৃন্দের সাথে চীনের সরকারি, বেসরকারি খাতের নীতি নির্ধারক, , বিনিয়োগকারী , , ব্যাংকার ও অর্থনতিবিদ সহ  তিন শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে যোগ দিবেন।    

অনুষ্ঠানে বিডার পরিচালক মোঃ শাহ্‌ আলমের উপস্থাপনায় বিডার নির্বাহী সদস্য জনাব মোঃ মোশারফ হোসেন স্বাগত বক্ত্যব রাখেন , এ সময়ে স্ট্যান্ডার চাটার্র্ড ব্যাংক ও বিডা’র উর্ধত্মন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে আগত সংবাদ প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিয়ম করা হয়।

 

Recent News