BIDA

Media Release

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে আগ্রহী মিৎসুবিসি মটরস

Dec 05, 2019

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে আগ্রহী মিৎসুবিসি মটরস

উন্নত বাংলাদেশের কথা মাথায় রেখে ভবিষ্যতে বাংলাদেশে নিত্যনতুন মডেলের গাড়ী সংযোজন করতে চায় জাপানের আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিৎসুবিসি। আজ ( ৫ ডিসেম্বর, ২০১৯ বৃহঃস্পতিবার ) বিকেলে জাপানের আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিৎসুবিসি মটরস এক  প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলাম এর সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন।  

এ সময়ে মিৎসুবিসি মটরস এর   ভাইস প্রেসিডেন্ট তাতসুও সাতো  বাংলাদেশের প্রাশংসা করে  বলেন “বাংলাদেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে , উন্নত বিশ্বের পথে অগ্রসর হচ্ছে  তাই ভবিষ্যতে বাংলাদেশে অটোমোবাইল খাতে আরো বেশি বিনিয়োগ করতে চায় মিৎসুবিসি মটরস ”।  তিনি আরো বলেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে  বর্তমানে মিৎসুবিসি মটরস সরকারী প্রগতি ইন্ডাস্ট্রিসের সাথে একত্রে হালকা যানবাহন সংযোজন করেলও ভবিষ্যতে বড়ধরনের  ভারী গাড়িও সংযোজন ও  নির্মাণ করবে।  

আলোচনাকালে বিডা এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের ক্রম বর্ধমান উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। এসময়ে তাঁরা অটোমোবাইল নীতিমালা নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দল আশা প্রকাশ করেন যে শিল্পমন্ত্রণালয়ের  আওতাধীন অটোমোবাইল নীতিমালা বিনিয়োগকারীদের   জন্য উৎসাহব্যঞ্জক হবে এবং প্রযুক্তি বান্ধব উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ী নির্মানের  সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে ।

এসময়ে প্রতিনিধিদল অটোমোবাইল নীতিমালায় তাদের মতামতের কথা জানিয়ে   বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর সার্বিক সহযোগিতা কামনা করলে, বিডা- এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলাম  বলেন  প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিনিয়োগকারীদের আরো বেশি উৎসাহিত করতে প্রাসঙ্গিক সকল মন্ত্রণালয় ও এজেন্সির সাথে সমন্বয় করবে বিডা।

ইতোমধ্যে মিৎসুবিসি মটরসের  ভাইস প্রেসিডেন্ট তাতসুও সাতো   নেতৃত্বাধীন প্রতিনিধি দল মাননীয় শিল্পমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথেও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

উল্লেখ্য যে, গত মে মাসে মিৎসুবিসি মটরস শীর্ষ স্থানীয় প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর আমন্ত্রণে বাংলাদেশ সফর করে, সে সময়ে তাঁরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, সীতাকুণ্ডে প্রগতির গাড়ী সংযোজন  কেন্দ্র পরিদর্শন করে  এবং সরকারী শীর্ষ কর্মকর্তাদের সাথে একাধিক গুরুত্বপূর্ণ  বৈঠকে অংশগ্রহণ করেন।

Recent News