BIDA

Media Release

বাংলাদেশ প্রযুক্তি নির্ভর তারুণ্য শক্তির দেশঃ বিডা

Nov 06, 2019

বাংলাদেশ প্রযুক্তি নির্ভর তারুণ্য শক্তির দেশঃ বিডা

আজ ৬ নভেম্বর, বুধবার ২০২১৯, বাংলাদেশে নিযুক্ত  সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই রেনে হোলেনস্টাইন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ  (বিডা)-এর   কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সৌজন্য সাক্ষাতকালে তাঁরা  বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি,  বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, ইজ অফ ডুইং বিজনেস এবং  বিনিয়োগের গুরুত্বপূর্ণ  সেক্টর নিয়ে আলোচনা করেন। এসময়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই রেনে হোলেনস্টাইন  দ্রুত গতিতে এগিয়ে চলা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন বাংলাদেশে বাণিজ্য পরিবেশ ও অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি  চোখে পড়ার মত , যা সুইস ব্যাবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আরো বেশী আগ্রহী করে তুলেছে । 

এ সময়ে রাষ্ট্রদূত এইচ ই রেনে হোলেনস্টাইন , বর্তমান বিনিয়োগ সেবা  ও অগ্রাধিকার খাত সম্পর্কে জানতে  চাইলে, বিডা এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন বিনিয়োগকারীদের সার্বিক সাহায্য ও সহযোগিতা করাই বিডার প্রধান কাজ। তিনি বিডার ওয়ান স্টপ সার্ভিস (oss) এর সেবাগুলো উল্লেখ করে  বলেন এখন  ঘরে বসেই বিডার রেজিস্ট্রশন, ই-টিন, ভিসা ওয়ার্ক পার্মিট,  ওয়েবসাইটে প্রেরিত রেমিট্যান্স, রয়্যালিটি, বহির্মুখী প্রত্যাবাসন ফি,  টেকনিক্যাল নো-হাউ, প্রভৃতি ভার্চুয়াল সেবা বিনিয়োগকারী  অনলাইনের মাধ্যমেই পাবেন  এর জন্য  বিডা কার্যালয়ে আসার কোন দরকার পড়বে না।   এসময়ে তিনি আরো বলেন ইজ অফ ডুয়িং বিজনেস  বা সহজে ব্যবসা করার  সূচক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিডা এবং আগামী দুই বছরের মধ্যে তা দুই অংকের ঘরে নিয়ে আসার আশাবাদ ব্যাক্ত করেন।

পারস্পারিক মতবিনিময়কালে  সুইস রাষ্ট্রদূত এইচ ই রেনে হোলেনস্টাইন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, পোর্ট ফ্যাসেলিটয়, টেকনোলজিক্যাল নলেজ প্রভৃতি নিয়ে আলোচনা করেন।   প্রেক্ষিতে  বিডা এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন বলেন  অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য  দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে , যেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিকমিনিকেশনসহ সব ধরনের বিনিয়োগ সেব অতিদ্রুত দেওয়া সম্ভব।    এছাড়াও আমাদের রয়েছে ১২ টি হাইটেক পার্ক । এসময়ে বাংলাদেশে অনলাইন প্রফেশনলান ফ্রিল্যান্সার সংখ্যা  ষাট হাজারের অধিক  উল্লেখ করে তিনি বলেন আগামী  পৃথিবী হবে তথ্য ও প্রযুক্তি নির্ভর, আর আমাদের  কিশোর তরুণেরা সেভাবেই গড়ে উঠছে।  এখন আর বাংলাদেশ দারিদ্র পীড়ত দেশ নয়, এখন বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধির তথ্য প্রযুক্তি নির্ভর তারুণ্য শক্তির দেশ।

এসময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ   এর পরিচালক মোঃ আরিফুল হক ও  শাহ মোঃ মাহবুব উপস্থিত ছিলেন।

Recent News