BIDA

Media Release

বিডা’র অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হলো আরো ০৫ টি নতুন সেবা

Apr 13, 2021

বিডা’র অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হলো আরো ০৫ টি নতুন সেবা

আজ (১৩ এপ্রিল, মঙ্গলবার ২০২১,) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন ভাবে যুক্ত হলো আরো ০৫ টি নতুন সেবা, আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক ভার্চুয়াল সভায় সভাপত্বি হিসাবে বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব  মোঃ সিরাজুল ইসলাম সেবাসমূহের শুভ উদ্বোধন করেন।  এর ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা  বিডা ওয়েব পোর্টালের মাধ্যমে অতিদ্রুত  সহজেই অনলাইনে ৪৭টি  সেবা প্রাপ্ত হবেন।

আজ সকাল ১১.০০ টায় হিসাবে বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব  মোঃ সিরাজুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত এক ভার্চুলায় সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন প্রদান)  ১টি,  ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো) (বিদ্যুৎ সংযোগ প্রদান)   এর ১টি, ওয়েস্ট জোন পাওয়ার  ডিস্ট্রিবেশন কোম্পানী লিঃ এর (বিদ্যুৎ সংযোগ প্রদান)   ১টি; নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লি; এর (বিদ্যুৎ সংযোগ প্রদান) ১টি এবং বিডা’র (২য় আইআরসির সুপারিশ প্রদান)  ১টি সেবা সহ মোট ০৫টি সেবা আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয়। সভায় বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি  এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব জাকিয়া সুলতানা  (ভ্যাট অডিট এন্ড ইন্টিলিজেন্স ) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্ত্যবে জনাব জনাব  মোঃ সিরাজুল ইসলাম, বলেন সারা দুনিয়ার অর্থনীতি যেখানে মুখ থুবড়ে পড়েছে সেখানে গত বছরও  ৫.২ শতাংশের মত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, এবং লকডাউনের ভিতরেও  তা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের   ডিজিটাল সেবাসমূহের মাধ্যমে, এই করোনাকালীয় সময়েও এমনকি লকডাউন এর সময়েও বিডা প্রতিদিন বিনিয়োগকারীদের অনলাইন সার্ভিসের মাধ্যমে সহায়তা করে এসেছে ।  আজ বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন ভাবে যুক্ত হল ৫টি সেবা, মনে রাখা প্রয়োজন শুধু ওএসএস পোর্টালে  সার্ভিস সংযুক্ত করাই বিডার উদ্দেশ্য নয়, বিডার উদ্দেশ্য হচ্ছে  উন্নত বিনিয়োগ পরিবেশ বিনির্মানের লক্ষ্যে বিনিয়োগকারীদের অনলাইনের মাধ্যমে স্বচ্ছ দ্রুত সেবা দেওয়া। যাতে বিনোয়গকারীরা একই প্লাটফর্ম থেকে সকল ধরনের বিনিয়োগ সেবা পেতে পারেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য দ্রুত বিদ্যুৎ সেবা দেওয়ার বিকল্প নেই, আমরা সব সময় বিনিয়োগ কারীদের নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহ করার জন্য কাজ করে যাচ্ছি, আজ বিডার অন লাইনে মাধ্যমে তিনিটি বিদ্যুৎ কোম্পানির সেবা যুক্ত হওয়ার ফলে বিনিয়োগকারীরা সহজেই ৭-২৮ দিন  ভিতর বিদ্যুৎ সংযোগ পাবেন। শুধু তাই নয় এখন থেকে অনলাইনের মাধ্যেমে বিনিয়োগকারীদের যাবতীয় অভিযোগ ও দ্রুত নিষ্পত্তি করা হবে। 

এ সময়ে বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব জাকিয়া সুলতানা বলেন, বিডা অনলাইন সার্ভিস পোর্টালে অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন প্রদান সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা অতি দ্রুত ঘরে বসেই এই সেবা পাবেন, যার ফলে বিনিয়োগ হবে আরো সহজ ও দ্রুত। 

উল্লেখ্য যে, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরণের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৬ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ বিজনেস অটোমেশন লিঃ এর সাথে চুক্তি স্বাক্ষর করে, তৎপ্রেক্ষিতে  বিডা বিগত ২৪ ফ্রেরুয়ারী ২০১৯ খ্রি: তারিখ অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করে, বিশ্ব ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি)  এর কারিগরি সহায়তা ও যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সহযোগিতায় ২০২১ সালের মধ্য আলোচ্য ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিডা ৩৫ টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪ টির ও বেশি বিনিয়োগ সেবা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে বিডা আকজের ০৫ নতুন সেবা সহ ১৬টি সংস্থার ৪৭ প্রদান করছে।

জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় মোঃ ওয়াহিদুল ইসলাম (মহা পরিচালক, বিডা) এর সঞ্চালনায়  শুরুতে  বিডার নির্বাহী সদস্য জনাব মোঃ বিল্লাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন এবং বিডার পরিচালক জনাব জীবন কৃষ্ণ সাহা রয় ওএসএস এর উপরে ভার্চুয়াল প্রেজেন্টেশন করেন। এছাড়াও  ভার্চুয়াল সভায় জনাব  কাজী মোস্তাফিজুর রহমান { কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট, ঢাকা -০২},  জনাব ইঞ্জিনিয়র কাওসার আমির আলী { ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো)},  জনাব  ইঞ্জিনিয়র মোঃ শফিকউদ্দিন { ম্যানেজিং ডিরেক্টর, ওয়েস্ট জোন পাওয়ার  ডিস্ট্রিবেশন কোম্পানী লিঃ },  জনাব  মোঃ জাকিরুল ইসলাম { ম্যানেজিং ডিরেক্টর,  নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লি} প্রমুখ বক্তব্য রাখেন, এসময়ে বিভিন্ন চেম্বার অফ কমার্সের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

 

Recent News